প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে প্রায় সময় ঘটে। প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম হলো বন্যা। প্রায় প্রত্যেক বছরে দেশের কোথাও না কোথাও ভয়াবহ বন্যার খবর আমরা শুনতে পাই। প্রশ্ন হচ্ছে এই বন্যা মোকাবেলা নিয়ে আমরা কতটুকু সচেতন? বাংলাদেশে প্রতিবছর বন্যা হওয়াতে অধিকাংশ মানুষ বন্যার সাথে তাল মিলিয়ে চলতে শিখে গেছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো কিছুকিছু বন্যা এমনই ভয়াবহ হয়ে থাকে; যা কেড়ে নেয় মানুষের সর্বস্ব। তখন মানুষ নিঃস্ব হয়ে পড়ে। সাম্প্রতিক কালে বাংলাদেশের পূর্বাঞ্চলে এমনই একটি ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন ১১টি জেলার মানুষ। এতে মানুষের ভোগান্তিসহ ক্ষতি হয়েছে খামারিদের কোটি কোটি টাকার লোকসানে পড়তে হয়েছে। পত্রপত্রিকার খবরাখবর থেকে জানা যায়, গত আগস্ট মাসের টানা এক সপ্তাহের বন্যায় চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায় পোল্ট্রি মৎস্য, গরু-মহিষ, দুগ্ধ উৎপাদনসহ বিভিন্ন খাতের ক্ষতি ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। লাখো মৎস্য ঘেরের মাছ, হাজার হাজার পোল্ট্রি খামারের মুরগি পানিতে ভেসে গেছে। অগণিত গরু-ছাগল-মহিষ-হাঁস ও গৃহপালিত পশু ভেসে গেছে। এদের মধ্যে যারা বাণিজ্যিকভাবে এসব খামার পরিচালনা করতেন তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। ফেনীতে শুধু পোলট্রি খাতের ক্ষতি ৪০০ কোটি টাকা। জেলার ৫ হাজার পোলট্রি খামারি মুরগি ও ডিম উৎপাদন করতেন। এদের মধ্যে ৮০ শতাংশ খামার সম্পূর্ণ ও ২০ শতাংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামে শুধু মৎস্য খাতেই ২৯০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন মিরসরাই উপজেলার খামারিরা। এই উপজেলার উপকূলীয় এলাকায় মহুরি প্রজেক্ট এলাকার হাজার হাজার হেক্টর মৎস্য খামারের মাছ পানিতে ভেসে গেছে। এখানে সর্বমোট ১৬ হাজার ৮৬৪টি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৪২ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও কুমিল্লায় প্রাণিসম্পদ খাতে ৩০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে অন্তত সাড়ে তিন হাজার পোলট্রি খামারি নিঃস্ব হয়ে গেছে। এ ছাড়া ২ লাখের বেশি বিভিন্ন প্রজাতির গবাদিপশুর ক্ষতি হয়েছে। অধিকাংশ এলাকা বাসির অভিযোগ, সরকার যদি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে অথবা পুরোনো ঋণের কিস্তিও আপাতত বন্ধ করে সুবিধা দেয় তাহলে হয়ত তারা ঘুরে দাঁড়াতে পারবেন। মৎস্য, গবাদি পশু, পোল্ট্রি ফার্ম এগুলো আমাদের আমিষের চাহিদা পূরণ করে থাকে। সুতরাং আমাদের দেশে এই খামারগুলোর গুরুত্ব অপরিসীম। আকস্মিক বন্যায় খামারিদের এমন দুর্ভোগে সারাদেশে এসব খাদ্যের উপর ব্যাপক প্রভাব পড়তে পারে। তাই খামারিদের সাবেক অবস্থানে ফিরিয়ে আনাটা জরুরি। এর জন্য দরকার সরকারি উদ্যোগ। এ ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের ভাষ্য মোতাবেক ঋণের বিষয়ে একটি যৌক্তিক সমাধান করা হোক। পাশাপাশি আগের অবস্থানে ফিরিয়ে আসতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করতে হবে। আমরা আশা করব, সরকার এই বিষয়ে উদ্যোগী হয়ে খামারিদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবেন।