বাংলাদেশে অবস্থানরত উর্দ্দুভাষী সংগঠন এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশীদের স্ত্রী বেবী রশীদ গত ১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে মৃতদেহ ঢাকা থেকে রংপুরে এনে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাদ যোহর রংপুর রেল স্টেশনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজ শেষে নগরীর সুলতান নগর কবরস্থানে দাফনকার্য সু-সম্পূর্ণ করা হয়। এ সময় উল্ল্যেখ যোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ২৭ নং ওয়ার্ডের বর্তমান ও সাবেক কাউন্সিলর, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এদিকে বেবী রশীদের মৃত্যুতে এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম কমিটি, রংপুর জেলা ও মহানগর কমিটিসহ হিড, সিটি প্রেসক্লাব রংপুর ও স্থানীয় জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপির নেতৃবৃন্দ শোক প্রকাশের পাশাপাশি মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।