 
		
	পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মঙ্গলবার দুপুর ১ টায় প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। জেলা প্রশাসক অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। 
পিরোজপুরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সাংবাদিকদের বক্তব্যের উত্তরে তিনি বলেন, পিরোজপুর একটি অত্যন্ত পুরনো শহর, কিন্তু এর নগরায়ন হয়নি। আমার কাজের মধ্যে প্রথম অগ্রাধিকার হচ্ছে পিরোজপুরকে নগরায়নের উদ্যোগ গ্রহন করা।   নিজেকে গতিশীল মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন জেলার সকল বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়মিত তদারকির জন্য প্রেরন করা হবে। অবৈধভাবে দখলে রাখা সরকারী খাল এবং সরকারী সম্পদ উদ্ধারেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন কাজ করতে গেলে না না ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হবে। তখন আমি সাংবাদিকদের আমার পাশে পেতে চাই।  
মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সম্পাদক তানভীর আহমেদ, সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, ফসিউল ইসলাম বাচ্চু, জিয়াউল আহসান প্রমুখ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।