তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে বিএনপি সমর্থিত দোকান মালিকদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়ার নানা অভিযোগ।
জানা যায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি হওয়ার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন। ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত থাকার কারণে ইউনিয়ন পরিষদে ঢুকতে পারছে না। বর্তমানে তিনি পরিষদে অফিস কাজ পরিচালনা করতে না পারায় প্রশাসনিকভাবে বরখাস্ত হওয়ার ভয়ে পরিষদে অফিস করার জন্য মরিয়া হয়ে উঠেন।
সোমবার দুপুরে ৩ শতাধিক ভাড়াটিয়া বাহিনীকে নিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদে অফিস কাজ করার জন্য উদ্যত হয়। একা অফিসে আসতে ভয় পাওয়ায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিপাইপাড়া বাজারে মহড়া দিতে থাকে। এ সময় সন্ত্রাসী বাহিনী বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের দোকানপাট পুড়ে দেয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পড়ে এলাকার ভুক্তভোগী জনসাধারণ ৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ছাড়া ৩ জনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।
বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুদরত-ই খুদা মিলন পর পর তিন বার চেয়ারম্যন নির্বাচিত হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ।
এরিপোর্ট লেখা পর্যন্ত আরো আইন শৃংখলার অবনতি হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসি। তবে তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদৎ হোসেন রন্জু ও সদস্য সচিব রেজাউল করিম শাহীন ঘটনাস্থলে গিয়ে জনসাধারণকে শান্ত থাকতে বলেন। এ ছাড়া ভুক্তভোগীদের কুদরত-ই খুদা মিলন এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে সহযোগিতার আশ্বাস দেন।
এবিষয়ে বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন এর নিকট জানতে চাইলে তিনি সন্ত্রাসীবাহিনী ভাড়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি এলাকাতে নেই; তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেন জানান।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইন্চার্জ সুজয় কুমার রায় জানান গ্রেপ্তারকৃত ৬ জন আসামীকে গ্রেপ্তার করে থানা হাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।