দিনাজপুরের বীরগঞ্জে চুরির অভিযোগে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার সকাল ১০টা থেকে পৌরসভার ফিসারী এলাকায় লাশ নিয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে নিহতের পরিবারসহ সর্ব¯তরের জনগণ।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ও বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স পরিস্থিতি শাšত করতে জ্যোৎস্না ফিলিং স্টেশন সীলগালা করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাসে বেলা ২টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য যে রোববার উপজেলার ফিসারী এলাকার রুস্তম আলী গাঠু'র ছেলে জীবন ইসলামকে ট্রাক্টরের ব্যাটারি চুরির সন্দেহে বাড়ি থেকে তুলে এনে জ্যোৎস্না ফিলিং স্টেশন সংলগ্ন একটি গোডাউনে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক প্রহারে জীবন ইসলামের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করলেও হত্যাকান্ডে জড়িতদের ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও গ্রেপ্তার না হওয়ায় রা¯তা অবরোধ করে জনতা।
এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান,নিহতের পিতা রুস্তম আলী গাঠু বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। যাহার মামলা নং - ১২,তারিখ ১৬/০৯/২০২৪ ইং।নিহতের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আসামিদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।