কুড়িগ্রামের চিলমারীতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) পালিত হয়নি। সরকারি নির্দেশ অমান্য করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত সোমবার প্রতিষ্ঠানের অধিকাংশই তালা বদ্ধ রেখে শিক্ষক-কর্মচারীরা ছুটি ভোগ করে। চিলমারী মহিলা ডিগ্রী কলেজ, চিলমারী গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ, থানাহাট সরকারি উচ্চ বিদ্যালয়, বালাবাড়িহাট উচ্চ বিদ্যালয়, চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়, মুদাফৎথানা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠানে ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) পালিত হয়নি। রাজারভিটা ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) পালিত হলেও অধ্যক্ষ মোঃ মিনহাজুল ইসলাম ও উপাধ্যক্ষ মোঃ ইউনুস আলী উপস্থিত ছিলেন না। গাবেরতল এলাকার আক্রামুল হক জানান, সরকারি নির্দেশনা থাকা সত্বেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের প্রেতাত্মা প্রধান হওয়ায় ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) পালিত হয়নি। আমরা এর শাস্তিমুলক ব্যবস্থা দাবি করছি।