দিনাজপুরের কাহারোল উপজেলা মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা সম্মেলকক্ষে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ওয়াচ এর বাস্তবায়নে অন্তভূক্তি করণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমন্বয়কারী ডেমোক্রেসি ওয়াচ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ নাজমা শিরিন। প্রধান অতিথি ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, মোছাঃ জাহানারা বেগম, জরিনা বানু ও ডেকেক্রোসি ওয়াচ এর ফিল্ড অফিসার নাফিসা সাদাফ প্রমুখ।