প্রত্যেক নবী ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগন ইসলামি আইন দিয়ে সমাজ ও রাস্ট্র পরিচালনা করার মেহনত করেছেন। সেজন্য সম্মানিত খতিবগনকে জুমার খুৎবায় সুরা বাকারা ২৪৭,২৫১,২৫৯,২৫৮ সুরা সোয়াদ ৩৫, সুরা মায়েদা ২০, সুরা বানী ইস্রাইল ৮০, সুরা ইউসুফ ৫৫ নং আয়াতের ভিত্তিতে ইসলামি রাস্ট্র প্রতিষ্ঠার জন্য বক্তব্য প্রদান করার আহবান করছি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী জেলার তানোর উপজেলা অডিটোরিয়ামে ওলামা মশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ আহবান জানান।
তিনি বলেন আল্লাহ বলেছেন যদি তোমাদের জমিনে ক্ষমতা দিই তাহলে ক্ষমতাবানের চারটি কাজ: ১. নামাজ কায়েম করবে। ২. যাকাত প্রতিষ্ঠা করবে। ৩. সৎ কাজের আদেশ ৪. অসৎ কাজে বাধা দেবে।
তিনি আরো বলেন মসজিদের সভাপতি হবে নামাজি ও যাকাত দাতা। কোন বেনামাজি লোক মসজিদের সভাপতি থাকতে পারবেন না। কোন কমিটিতে বেনামাজি থাকলে সে কমিটি ভেঙে নামাজি কোরআন কায়েমের আন্দোলনে বিশ্বাসীদের মসজিদ মাদ্রাসার সভাপতি নির্বাচিত করুন।
সম্মেলনে বিশেষ অতিথি ওলামা বিভাগের জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক আবদুল খালেক, মাওলানা আবদুল খালেক, ড. ওবায়দুল্লাহ রাজশাহী মহানগর ওলামা বিভাগের নেতা মাওলানা রুহুল আমিন বক্তব্য রাখেন। ক্বারী আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা জামিলুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আনিসুর রহমান,হাফেজ সৈয়দ আলী, দেবীপুর রহমানিয়া মাদ্রাসা মুহতামিম আবুল কালাম আজাদ প্রমুখ।