কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সুন্নাহ ওয়াতুল জামাতের উদ্ধ্যেগে গত সোমবার নবী করিম (স.) এর জন্মদিন উপলক্ষে ১২ই রবিউল আওয়ালে জশনে জুলুছ এর আনন্দ মিছিল ও এক বিশাল সমাবেশ রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ করিডোরে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উৎযাপন কমিটির লোকজন বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম শাহিন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবুল ফজল হোসেন, আবদুল মুস্তুফা সৈয়দ মুহ্সিন মাইজভান্ডারী, হযরত মাওলানা হাবিব মাসাকিন, মাওলানা আবু সুফিয়ান, হাজী এমাদ মিয়া, রাজু আহম্মেদ, মাওলানা শফিউল বাশার।