বেসরকারী উন্নয়ন সংস্থা জাপানের শাপলা নীড় এর সহযোগিতায় ও জেজেএসের উদ্যোগে ৬নং কয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে গতকাল ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় দুর্যোগের সচেতনতামূলক এক উঠান দলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০ জন আদিবাসী সদস্য উপস্থিত ছিলেন। সভায় দূর্যোগ বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করার পাশাপাশি দুর্যোগে আগাম প্রস্তুতির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক দায়িত্ব পালন করেন জেজেএসের প্রতিনিধি এস এম এ মজিদ। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আইসিডির সভাপতি আশিকুজ্জামান। এতে বক্তব্য রাখেন বাসন্তী মুন্ডা, মিলন মুন্ডা নিশিকান্ত মুন্ডা প্রমুখ।