লাকসামে চলতি মৌসুমে আবাদকৃত আমন ধান বন্যায় সম্পূর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় এবার লাকসামে আমন ধান আবাদে লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয় ৩৮ হেক্টর কিন্তু বন্যায় আমন ধান ৩৮ হেক্টর সম্পূর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমন বীজতলা আবাদের জন্য তৈরি করা হয় ৩ শত ৪৭ হেক্টর, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩শত ৪ হেক্টর। বাকী ৪৩ হেক্টর বীজতলা ভালো ছিল। এ ছাড়া আউশ ধান আবাদ ৫ হাজার ১শত ৪১ হেক্টর লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৩৯ হাজার ৮০ হেক্টর। বাকী ১ হাজার ১শত ৬১ হেক্টর কর্তন চলতেছে। সবজি আবাদ করা হয় ৬৬ হেক্টর, বন্যায় ক্ষয়-ক্ষতি হয়েছে ৪০ হেক্টর এবং বাকী ২৬ হেক্টর ভালো আছে।
লাকসাম উপজেলা কৃষি অফিসার মোঃ আল আমিন জানান বন্যায় ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের উন্নয়ন এবং ফসল করার জন্য নতুন করে ১২শ জন কৃষককে ১২শ বিঘা আমন ধান আবাদের জন্য বীজ, সার ও নগদ সহায়তা ১ হাজার টাকা পর্যায়ক্রমে প্রদান চলমান আছে। তিনি আরো জানান উপজেলা কৃষি অফিস ও উপণ্ডসহকারী কৃষি অফিসারগণ কৃষকদেরকে ফসল আবাদে বাড়ী বাড়ী গিয়ে সহায়তা ও পরামর্শ প্রদান করছেন।