ফরিদপুরের নগরকান্দায়া কর্মরত সাংবাদিকদের সাথে নগরকান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮ টায় নগরকান্দায় থানার ওসির অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়। পরিচয় পর্বের পর সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আহাদ, দৈনিক ফরিদপুরের নগরকান্দা প্রতিনিধি শামচুল হুদা হুদু, দৈনিক দিনকাল এর নগরকান্দা প্রতিনিধি শওকত আলী শরীফ, দৈনিক সমকালের নগরকান্দা প্রতিনিধি বোরহান আনিচ, দৈনিক মানব জমিনের নগরকান্দা প্রতিনিধি লিয়াকত হোসেন, দৈনিক সংবাদ প্রবাহের নগরকান্দা প্রতিনিধি রেজাউল করিম সেলিম, দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি ও নগরকান্দা প্রেসক্লাবের সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন,নগরকান্দা প্রেসক্লাবের সহ সভাপতি জাকির হোসেন জাকারিয়া,নগরকান্দা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্নু,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক মশিউর রহমান মিন্টু, প্রচার সম্পাদক ফয়সাল হোসেন, দৈনিক বর্তমান কথার নগরকান্দা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু, দৈনিক ভোরের কাগজের নগরকান্দা প্রতিনিধি নিজাম নকিব,দৈনিক ভোরের পাতার নগরকান্দা প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।
নবাগত অফিসার ইনচার্জ সফর আলী মাদক, জুয়া ও দাঙ্গা মুক্ত নগরকান্দা গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে নগরকান্দা থানা এলাকা থেকে বাল্যবিবাহ, ইভটিজিং কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি নগরকান্দা বাসীর সেবক হিসাবে সেবা দিতে চান। তিনি গত ১৪ সেপ্টেম্বর ফরিদপুরের নগরকান্দা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।