রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘর ছাড়া, আধিপত্য বিস্তারে বিএনপি নেতাদের কাঁদা ছুঁড়াছুঁড়ি, অন্যান্যের নানাবিদ সমস্যার অন্তরালে শৃঙ্খলার সাথে দল গোছাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর থেকে হামলা, মামলা ও গ্রেপ্তার আতঙ্কে উপজেলা থেকে তৃনমূলের ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতারা ঘরছেঁড়ে রয়েছেন আত্মগোপনে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা দলীয় সকল কর্মকাণ্ডে একসাথে থেকে মিছিল মিটিং করে থাকলেও বর্তমানে উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাদের মতানৈক্যের সৃষ্টি হওয়ায় একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ তুলছেন। এতে করে দলীয় শৃঙ্খলা রক্ষার পরিবর্তে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।
দেশের বৃহৎ দুই রাজনৈতিক দলের নানান প্রকার সমস্যার অন্তরালে বাংলাদেশ জামায়াত ইসলামি দুর্গাপুর উপজেলা শাখার তত্বাবধায়নে পৌরসভা ও সকল ইউনিয়ন পর্যায়ে সুশৃঙ্খলতার সাথে কর্মী ও সুধী সমাবেশের মাধ্যমে দলের সাংগঠনিক গতিশীলতা ফেরাতে ব্যাস্ত সময় পার করছেন জামায়াত নেতারা।
তথ্যানুসন্ধানে জানাযায়, ৫আগষ্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা নেতাকর্মী সমর্থকদের বন্যার পানির মতো ভাঁসিয়ে দিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর দূর্বত্ত্বদের হামলা, বাড়ীঘর - ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাটের মতো ঘটনা ঘটতে থাকায় আতঙ্কিত হয়ে প্রানভয়ে সিনিয়র নেতারা আত্মগোপনে যায়। কিছুদিন পর পরিবেশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর ধীরে ধীরে আস্তে আস্তে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা বাড়ীতে ফিরতে শুরু করলে গত সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী, এমপি, চেয়ারম্যান মেয়র সহ নামীয় ৭০ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা হয়।
মামলার পর থানা পুলিশ আসামীদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠাচ্ছে এবং থানা পুলিশ মামলার পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য উপজেলার সর্বত্র অভিযান অব্যাহত রাখায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকরা গ্রেপ্তার আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।
আওয়ামীলীগ নেতাকর্মীরা আত্মগোপনে থাকার সুযোগটাকে কাজে লাগিয়ে গ্রুপিং লবিং ভূলে একাট্টা হয়ে উপজেলা থেকে তৃনমূলের ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠন গুলোর নেতারা একসাথে দলীয় কর্মসূচি পালন করলেও কয়েকদিনের মাথায় আবারো নেতারা নিজে নিজেদের মধ্যে শুরু করেছে অভিযোগ, আপত্ত্বি ও বিষোদগার।
জেলা বিএনপির সদস্য দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু'র ছত্রছাঁয়ায় কিছু যুবক পৌরসভা ও উপজেলার বিভিন্ন লোকজন ও ব্যবসায়ীদের কাছ থেকে চা়ঁদা আদায় সহ বাজারের দোকানপাট দখল করেছে বলে জেলা বিএনপির নিকট অভিযোগ করেছে দুর্গাপুর পৌরসভা শাখা বিএনপি'র নেতারা। এতেকরে দলীয় শৃঙ্খলা ফেরাতে গিয়ে বিশৃঙ্খলা শুরু হয়েছে।
এদিকে পৌরসভা শাখার নেতৃবৃন্দের অভিযোগের আলোকে ১৬ সেপ্টেম্বর দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টুকে শোকজ করে ১সপ্তাহের মধ্যে অভিযোগের যথাযথ জবাব চেয়েছে রাজশাহী জেলা বিএনপি। এনিয়ে নিজে নিজেরা আবারো জড়িয়ে পড়ছেন অন্তকোন্দলের মূখে।
৫আগষ্ট পদত্যাগের পর ক্ষমতা হারিয়ে উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃনমূলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ায় এবং বিএনপির উপজেলা ও দুর্গাপুর পৌরসভা শাখার নেতৃবৃন্দ পূর্বের ন্যায় নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারে একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজি, হাটবাজারে দখলদারিত্ব নিয়ে গ্রুপিং লবিংয়ের কারণে মাঠ ফাঁকা থাকার সুযোগটা হাতছাড়া করছেনা জামায়াতে ইসলামী'র নেতারা।
তৃনমূলের পাড়া মহল্লা, ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা শাখা'র কমিটি গুলো সক্রিয় ও অধিক শক্তিশালী করতে সুধী বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা ও পৌরসভা শাখার সিনিয়র নেতৃবৃন্দরা মাঠে নেমেছে।
জেলা জামায়াতের অ্যাসিষ্ট্যান্ট সেক্রেটারী জেনারেল নুরুজ্জামান লিটন বলেন, বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও সহযোগী সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ফেরাতে কাজ করা হচ্ছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান করছে জামায়াত ইসলামী। তিনি আরো বলেন, ছাত্র-জনতার বুকের তাজা রক্তদিয়ে অর্জিত অভ্যুত্থানকে সন্মানের সাথে ধরে রাখতে সন্ত্রাস-নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে সতর্ক থাকার জন্য জনগণকে সজাগ থাকার আহবান জানান।
জামায়াত কর্মী মাহবুব আলম বলেন, আল্লাহর সংবিধান হলো পবিত্র আল- কোরআন। পবিত্র আল কোরআন হচ্ছে "ইসলামের গঠনতন্ত্র"। সে মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা আর সহীহ হাদিস মতে চলাফেরা, ব্যবসা-বানিজ্য, হালাল রুজি, পথচলার পাথেও হচ্ছে সহীহ হাদিস। তাই সকল মুমিন, ঈমানদার, দ্বীনদার, মুসলিম মা-ভাই-বোনদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে সাঁড়া দিয়ে ইসলামি পথে জীবনের বাকি সময়টুকু কাজে লাগানোর আহবান জানিয়েছেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।
এবিষয়ে ইসলামি চিন্তাবীদ ডক্টর সেলিম রেজা খাঁন বলেন, প্রতিটি মানুষের নিজ নিজ ব্যাক্তি স্বাধীনতা রয়েছে। মানুষের নিজ নিজ চিন্তা-ভাবনা থেকে যার যেমন পছন্দ সে তার মতো রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ক্লাব বা সেচ্ছাসেবী উন্নয়নমূলক সংগঠন করতে পারে, এতে অন্যের প্রতি আক্রোশ, প্রতিহিংসা, প্রতিশোধ বা হস্তক্ষেপ করা যাবেনা। এক কথা-ই বলা যায় "যে যেমন কর্ম করবে সে তেমন-ই ফল পাবে" তেমন ফল।