কয়রা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদণ্ডই মিলাদুন্নবী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান সাবেক ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সরদার মতিয়ার রহমান ও বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা জাকারিয়া হুসাইন। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, শিক্ষক
ইসমাইল হোসেন, আঃ আজিজ, শিক্ষার্থী সোহেল রানা, ইভা আক্তার প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ আবুল কাশেম।