ঈদণ্ডই-মিলাদুন্নবী উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে মানবতার মহান মুক্তিরদূত মহানবী হয়রত মোহাম্মদ (স.) এর জীবনীর উপর আলোচনা সভায় আয়োজন করার নির্দেশনা থাকলেও ভোলার তজুমদ্দিনে অধিকাংশ প্রাথমিক কর্তৃপক্ষ তা পালন করেনি। নির্দেশনা অমান্য করে স্কুল বন্ধ রেখেছেন কোন কোন প্রধান শিক্ষক।
সুত্রে জানা গেছে, ১৬সেপ্টেম্বর পবিত্র ঈদণ্ডই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কর্যক্রম বন্ধ থাকবে। কিন্তু শিক্ষার্থীদের নিয়ে হযরত মোহাম্মদ (স.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামের শান্তি প্রগতি বিষয়ের উপর আলোচনা সভা, কেরাত, দোয়া ও মিলাদ এবং হযরত মোহাম্মদ (স.) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগীতা আয়োজনের জন্য নির্দেশনা দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সে অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়ে চিঠি প্রদান করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সকল প্রধান শিক্ষকদেরকে ঈদণ্ডই-মিলাদুন্নবীর অনুষ্ঠান বাস্তবায়নের জন্য মোবাইল ফোনে নির্দেশ প্রদান করেন। কিন্তু ভোলার তজুমদ্দিনে অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই নির্দেশনা উপেক্ষা করে স্কুল বন্ধ রাখেন। ১৬ সেপ্টম্বর সকাল ১০টায় সরজমিন ঘুরে দেখা যায়, শশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন আগের দিন স্কুল বন্ধের নোটিশ দিয়ে ১২ই রবিউল আউয়াল স্কুল না খুলে তালা ঝুলিয়ে রাখে। শশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, গতকাল আমাদের ক্লাশে আজ (১৬ সেপ্টেম্বর) স্কুল বন্ধের নোটিশ দেয়ায় বিদ্যালয়ে আসিনি। সকাল থেকে মুল গেটে তালা মারা। স্কুলে কোন অনুষ্ঠান হয়নি। একই অবস্থা দেখা যায় ৯৫নং দড়িচাঁদপুর মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেয়ামূল্যাহ রেডক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাসেরহাট ভবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ বিদ্যালয়ে।
এ বিষয়ে শশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেনের ব্যবহৃত ০১৭১৬৪১৬২০৪ নম্বরে ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন বলেন, যেহেতু অধিদপ্তর থেকে নির্ধারন করা কর্মসূচি তাই সকল প্রধান শিক্ষকদের ১২ই রবিউল আউয়াল ঈদণ্ডই-মিলাদুন্নবী পালন করতে নির্দেশ দেয়া হয়েছে। তারপরও যদি কোন স্কুল কর্তৃপক্ষ নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।