বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, সরাইলবাসী তথা গোটা দেশবাসীকে বলব, ‘ধর্ম সম্পর্কে জানেন ধর্ম জ্ঞানী ওলামা কেরাম। আল্লাহ বলেছেন, তোমরা যদি না জান, তবে ওলামা কেরাম যারা কোরআন হাদিস সম্পর্কে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা কর।’ তাই বলব ইসলাম ধর্মের বিষয়টা ওলামা কেরামদের হাতে ছেড়ে দেন। ধর্মের বিষয়ে না জেনে কেউ কিছু করবেন না। আজ রবিউল আওয়াল মাসের ১২ তারিখ। সকলেই অনুষ্ঠান করতে চাই। মনে রাখতে হবে দু’জাহানের সফলতা একমাত্র নবীকে অনুকরণ অনুসরণ করার মধ্যে। নবীর বিধান ও আদর্শকে বাস্তবায়ন করলেই সমাজে দেশে শান্তি বিরাজ করবে। কোরআন সুন্নাহর মাধ্যমে যা প্রমাণিত নয়, এই ধরণের কার্যকলাপ নিয়ে ব্যস্ত হয়। কিছু ভাই জশনে জুলুশ করেন। আপনারা কেহ কী বলতে পারবেন? জশনে জুলুশ করেছেন নবীর যুগে। নবীর পরবর্তী যুগে। সাহাবীদের যুগে। তাবেইনদের যুগে। আইয়ামে মুজতাহিদের যুগে কেউ করেছেন? না করলে আমরা কেন নতুন কিছু আবিষ্কার করব? বুখারি শরীফের হাদিসে আল্লাহর নবী পরিস্কার বলেছেন কোরআন সুন্নাতে যা নেই। এমন কিছু আবিষ্কার করলে তা প্রথ্যাখ্যান করা হবে। তাই দেশবাসীর প্রতি অনুরোধ কোরআন সুন্নাহ ও রসুল (স.) এর আদর্শ মতে আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালবাস তবে রসুল (স.) কে অনুসরণ কর। রসুলের পথের মধ্যেই রয়েছে কামিয়াবি ও সহবত রয়েছে। নবী বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালবাসে সে আমি রসুলকেই ভালবাসল। ভালবাসা মিছিলের মধ্যে নয়। ভালবাসা বক্তৃতার মধ্যে নয়। আমার ভালবাসার প্রমাণ যে আমার সুন্নতকে ভালবাসল। সুন্নত মতে জীপর-যাপন করতে হবে। শুধু তাই না আল্লাহর রসুল বলেছেন যে আমার সুন্নতকে ভালবাসল সে আমাকেই ভালবাসল। আর যে আমি রসুলকে ভাল বাসবে সন্নত মতে জীপন যাপন করবে সে আমার সঙ্গে এক সাথে জান্নাতে থাকবে। সরাইলবাসী রসুলের সুন্নত খুঁজে খুঁজে আসুন আমল করি। আল্লাহ বলেছেন আমার হাবিবকে যদি তোমরা অনুসরণ করো তবে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে। মনগড়া পথে চললে কেউ হেদায়ত পাবেন না। বুখারি শরীফের আরেক হাদিসে রসুল নিজে বলেছেন- নাসারা খৃষ্টানরা যেমন ঈসা নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে। অতিরঞ্জিত করেছে। তোমরা আমাকে নিয়ে এমন বাড়াবাড়ি করিও না। আমার পরিচয় আমি দিচ্ছি- আমি হইলাম আল্লাহর বান্দা ও রাসুল। আবেগে ইসলাম বহির্ভূত ও পরিপন্থী কোন কাজে লিপ্ত হওয়া যাবে না। সোমবার দুপুরে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদ সরাইল শাখার উদ্যোগে স্থানীয় সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিরাতুন্নবী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শায়েখ সাজিদুর রহমান সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করে উপরোল্লেখিত কথা গুলো বলেছেন। তিনি বলেন, রসুলের শানে যদি বাংলার মাটিতে কোন নাস্তিক মুর্তাদ কটূক্তি করে। রসুলকে গালি দেয়। তবে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করব। তাদের বিচার বাংলার মাটিতে হবে। রসুলকে নিয়ে কটুক্তিকারীদের বিরূদ্ধে সর্বোচ্চ বিচারের বিধানের আইন পাস করতে হবে। রসুলের দুশমনদের ফাঁসি দিতে হবে। আমরা সবাই এক। আল্লাহ বলেছেন তোমাদের এই উম্মত তো একটি উম্মত। একটি দল। একটি সম্প্রদায়। আøাহ এক, রসুল সবার এক, আমাদের কাবা কেবলা এক, শরীয়ত এক। অতএব দ্বন্ধ ভুলে যান। ধর্মের ব্যাপারে আমরা ওলামায়ে কেরামদের নেতা মানব। কোন বিষয়ে কোন ধরণের দাঙ্গা ফ্যাসাদ ও বিশৃঙ্খলা করা যাবে না। সবকিছু করতে হবে শান্তি শৃঙ্খলার মধ্যে। হেফাজত ইসলাম সরাইল শাখার সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা জহিরূল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসম্মেলনে বক্তব্য রাখেন-মুফতি কেফায়েত উল্লাহ মাহদি, মুফতি রায়হান উদ্দিন, মুফতি মনিরূজ্জামান, মুফতি সালমান কাশেমী, মুফতি ইয়াছিন, মুফতি বাকি বিল্লাহ, হাফেজ মাওলানা এহসান উল্লাহ, জুবায়ের আহমেদ, সুলাইমান, মুর্শিদ চৌধুরী, সাইফুর রহমান হাবিবী ও সিফাত জামিল প্রমূখ। বক্তারা বলেন, মদ গাঁজা ইয়াবা হিরোইনসহ সকল প্রকার মাদকের বিরূদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাজার ভাঙ্গা যাবে না। তবে মাজারের নামে কোন ধরণের শিরক নাফরমানি মাদকসেবন ও অশ্লিলতা বরদাশত করা হবে না।