রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ডা মনসুর রহমানের বিরুদ্ধে স্কুল-কলেজের নিয়োগ বাণিজ্য,শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত করে দেওয়ার নাম করে অর্থ আদায়,খাস পুকুর ইজারা, টিআর কাবিখা কাবিটাসহ বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পে নামমাত্র কাজ করে জালিয়াতির মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সে ২০১৯ হতে ২০২৩ পর্যন্ত (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ছিলেন। ইতোমধ্যে ডা মনসুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন থানায় কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এ আসনে ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমপি হয়ে সর্বপ্রথমে নির্বাচনীয় এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হয়নি। সেই সব প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে। সে এমপিওভুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠান হতে মোটা অংকের অর্থ আদায় করে। এমপি মনসুরের নির্বাচনী এলাকা পুঠিয়া উপজেলার শুধুমাত্র শিলমাড়িয়া ইউনিয়ান থেকে সে কোটি টাকা আয় করেছে। ২০১৯-২০ অর্থ বছরে চন্দননাড়িয়া দাখিল মাদ্রাসা হতে এমপিও করে দেওয়ার নাম করে ২০ লক্ষ টাকা, সাধনপুর হাইস্কুল এ- কলেজ এমপিও করে দেবো বলে ২০ লক্ষ টাকা ও সাধনপুর পঙ্গু শিশু নিকেতন ডিগ্রী কলেজ ডিগ্রী শাখার এমপিওরার নাম করে ১২ লক্ষ টাকা নিয়েছেন। ২০২২-২০২৩ অর্থ বছরে সাধনপুর পঙ্গু শিশু নিকেতন ডিগ্রী কলেজে ৪টি নিয়োগ হতে ৪৮ লক্ষ টাকা, সাধনপুর পঙ্গু শিশু নিকেতন হাইস্কুল হতে ৪টি নিয়োগে ৩২ লক্ষ টাকা,অমৃতপাড়া দাখিল মাদ্রাসা ৩টি নিয়োগ হতে ২৪ লক্ষ টাকা,সাতবাড়িয়া দাখিল মাদ্রসা ৩টি নিয়োগ হতে ২০ লক্ষ টাকা,সাতবাড়িয়া হাইস্কুলে ৩টি নিয়োগ হতে ২১ লক্ষ টাকা,পচামাড়িয়া ডিগ্রী কলেজে ৪টি নিয়োগে ২২ লক্ষ টাকা,পচামারিয়া হাইস্কুলে ৪টি নিয়োগে ৪৮ লক্ষ টাকা এবং তেঁতুলিয়া হাইস্কুলে ৩টি নিয়োগে ২০ লক্ষ টাকা নিয়েছে। সরকারি নিয়মনুযীয় যখন হতে জাতীয় সংসদ সদস্যরা দেশের কোনো নির্বাচনীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তিনি যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন সে পদগুলি ছেড়ে দিয়েছেন। সরকারি নিয়মনুযায়ী স্থানী ভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির কেউ সাধারণ শিক্ষকদের নিয়োগ দিতে পারবেন না। শুধুমাত্র স্থানীয় ভাবে চতুর্থ শ্রেনির কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগ দিতে পারবেন। এমপি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ হতে ১০ জন করে চতুর্থ শ্রেনির কর্মচারীদের নিয়োগ দিয়েছেন। চতুর্থ শ্রেনির নিয়োগ প্রত্যাশীদের নিকট হতে ১২ লাখ টাকা আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের জন্য ৩০ লাখ টাকা নিয়োগ প্রতি নিয়োগ বাণিজ্য করার অভিযোগ রয়েছে। ডা মনসুর রহমান পুঠিয়া ইসলামীয়া মহিলা ডিগ্রী কলেজের সভাপতি ছিলেন। সে তখন বাধ্য হয়ে নিজে থাকা শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের মেয়ে এবং পরবর্তী সময়ে ছেলে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা (ইউএইচ এ- এফপিও) ডা আলি মাজরুই রহমান প্রত্যয়কে কলেজের সভাপতি নিয়োগ দেয়। উপজেলার যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হলে বর্তমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান এমপির অনুমতি ছাড়া এবং তার সঙ্গে সমঝোতা না করা পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে নিয়োগ বোর্ড গঠন করেননি। মনসুর রহমান টাকা পাঁচারের জন্য ২০২২ সালে দিকে তার মেয়ে ডা তৃশা রহমানকে লিখাপড়া করানোর জন্য যুক্তরাজ্যে রেখেছেন। টিআর কাবিখা কাবিটাসহ বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পে নামমাত্র কাজ করে জালিয়াতির মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমপি থাকাকালীন সময়ে কোনো প্রকল্পে সে হুট করে স্বাক্ষর করতে না। টাকার চুক্তি হওয়ার পর স্বাক্ষর করতেন। বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলামের মাধ্যমে মনসুর রহমান ৪০ শতাংশ হারে অগ্রীম কমিশন নিয়ে তারপর প্রকল্পগুলির কাজ করার মৌখিক অনুমতি দিয়েছেন। ২০১৯ সালে পুঠিয়া রাজবাড়ির খাস তিনটি পুকুর ইজারা বাবদ প্রায় অর্ধকোটি টাকা সে হাতিয়ে নেয়। পুঠিয়া-দুর্গাপুর নির্বাচনীয় এলাকা শতশত খাস পুকুর রয়েছে। এই খাস পুকুরগুলি সরকারের নিকট হতে পানির দামে নিয়ে পরবর্তী সময়ে তার ফুপাতো ভাই আমজাদ হোসেন লাখ লাখ টাকার বিনিময়ে মৎস চাষীদের দিয়েছেন। এমপি ফুপাতো ভাই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা করে লাখ লাখ টাকা নিয়ে তিন ফসলী জমিতে একাধিক নতুন পুকুর খনন করার ব্যবস্থা করে দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মস্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ার সময়ে উপজেলা পর্যায়ের ওষুধ কেনা-বেচার সিন্ডিকেটের সঙ্গে চুক্তি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সাবেক এমপির ফুপাত ভাই আমজাদ হোসেন পুঠিয়ার শিলমাড়িয়ার ইউপির পঙ্গু শিশু নিকেতন হাইস্কুল,অমৃতপাড়া দাখিল মাদ্রাসা এবং পচামাড়িয়া বালিকা বিদ্যালয়ের একাই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। তারপর নির্বাচনীয় এলাকায় এমপিদের আত্মীয়দের দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। দুর্গাপুর উপজেলার রফিক মাষ্টার ও সাবেক ছাত্রলীগ নেতা টুলু অবৈধ কর্মকা- পরিচালনা করছে। তার পাঁচঁ বছরে দুই উপজেলার যত হাট-বাজার ইজারা এবং স্থানীয় সরকারের টেন্ডার যেগুলি হয়েছে সবকটি প্রকল্প হতে কমিশন নেওয়ার অভিযোগ আছে। এমপির ফুপাতো ভাই আমজাদ হোসেন বর্তমানে কয়েক কোটি টাকার মালিক।