কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিরাতুন্নবী (সাঃ) উদযাপনে বাংলাদেশ জামায়াতে ইসলামি ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সোমবার র্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার যোহরের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর শতশত নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল একটি র্যালী ফুলবাড়ী উপজেলা শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরে র্যালীটি ফুলবাড়ী কাছারী মাঠে গণ সমাবেশে মিলত হয়।
গণ সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আবদুল মালেক।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সিক্রেটারী মাওলানা আবদুল হামিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছীন আলী সরকারসহ স্থানীয় নেতা কর্মীরা।
গণ অভ্যুখানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৬ বছর পরে বাংলাদেশ জামায়াতে ইসলামি ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবর্গ উম্মূক্তভাবে তাদের কর্মসূচি পালন করতে পারায় দলটির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস নেমে আসে।