গাজীপুরের কাপাসিয়ায় পবিত্র ঈদণ্ডই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরী উদযাপন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে। ‘ঈদে মিলাদুন্নবী’ বলতে রাসুলের (সা.) আগমন উপলক্ষে আনন্দ উদযাপন করাকে বোঝায়।
এ উপলক্ষে কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান মারুফসহ মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের সকল ইমাম ও শিক্ষকবৃন্দ।
এছাড়া উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।