বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ।
সোমবার সকালে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরালিপুর গ্রামের আবুল কালাম সরকার বাড়ির ছাত্র আন্দোলনে নিহত মোঃ রুবেল'র পিতা মোঃ সেলিম এর হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও ত্রাণ সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। আপানিয়া বাজারের পাশে আমির আলী মুন্সি ব্যাপারি বাড়ির নিহত মোঃ আসিফের পিতা মুর্শিদ এর হাতে নগদ ১০ হাজার টাকা ও ত্রাণ সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয় এবং তাদের পরিবারের পাশে জেলা প্রশাসন সব সময় থাকবেন বলে আশ্বস্ত করেন। পরে মিরওয়ারিশপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার সহ এাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত দিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমান, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান বেগমগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা, আহম্মদ উল্ল্যা সবুজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।