ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাধ্যমিক স্কুল পর্যায়ে দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন মো. রফিকুল ইসলাম মানিক। সরাইল সদরের উচালিয়াপাড়া গ্রামের প্রয়াত তবদুল হোসেনের সুযোগ্য ছেলে রফিকুল ইসলাম কালিকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে সরকার নির্ধারিত বেশ কয়েকটি কায়টেরিয়ার উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারক মন্ডলির বিবেচনায় তিনি প্রথম স্থান অর্জন করেন। গত বুধবার বিকেলে নির্বাহী কর্মকর্তার দপ্তরে এক অনুষ্ঠানে ইউএনও মো. মেজবা উল আলম ভূঁইয়া রফিকুল ইসলামের হাতে সম্মাননা স্বারক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল ও অ্যাকাডেমিক সুপারভাইজার ইতি বেগম। ওঁর অর্জিত এই কৃতিত্বের জন্য নিজ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদ, শিক্ষক মন্ডলি, সকল শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত: ২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত অনুরূপ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক।