সারা দেশের ন্যায় পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগেও প্রথম বারেরমতো রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা গোটা মুসলিম উম্মাহর প্রাণপুরুষ তথা মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ১১টায় পৌরসভার সভা কক্ষে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সুজানগর পৌর প্রশাসক ও পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ও দ্বীন ইসলাম প্রচারে তাঁর ভূমিকা তুলে ধরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুজানগর পৌর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে পৌর নির্র্বাহী কর্মকর্র্তা গোলাম নবী, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, জাকির হোসেন, মুসফিকুর রহমান স্চ্চাু ও যায়েদুল হক জনি প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত।