বাগেরহাটের মোল্লাহাটে গত ৪ দিনের একটানা ভারি বৃষ্টির পানিতে অন্তত ১৪ হাজার মৎস্য ঘের তলিয়ে গেছে। এ ছাড়া বহু বাড়িঘর জলাবদ্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে ওই সব পরিবারের লোকজন। ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। এতে করে দিশেহারা হয়ে পড়েছে অসংখ্য মানুষ।
এ সংবাদ সংগ্রহকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান বলেন, মোল্লাহাটে প্রায় ১৫ হাজার চিংড়ি ও সাদা মাছে ঘরের সবগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, ওই সব ঘেরের কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে। অধিকাংশ মৎস্যচাষী ব্যাংক, এনজিও, প্রতিষ্ঠান ও ব্যাক্তির থেকে লোন নিয়ে মৎস্য চাষ করে লাভের স্বপ্ন দেখছিলো। তাদের স্বপ্ন ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী ও লোকজনের পক্ষে জরুরি সরকারি সহায়তা কামনা করেছেন তিনি।
সাবেক ইউপি চেয়ারম্যান ও মৎস্যচাষী সরদার সাহিদুল ইসলাম জানান, তার নিজের একশো বিঘার বেশি আয়তনের ঘের রয়েছে। প্রায় ৭০/৮০ লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ওই ঘেরে মৎস্য চাষ করেছিলেন, গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে তার নিজের এবং আশপাশের সকলের ঘের তলিয়ে গেছে। তিনি নিজে সহ ক্ষতিগ্রস্ত সকলেই দিশেহারা হয়ে পড়েছেন বলেও জানান তিনি। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের থেকে প্রণোদনা/ সহায়তার দাবি করেন তিনি।
কাহালপুর গ্রামের নাসির মিয়া বলেন, প্রায় ৫০ বিঘার তার দুটি ঘেরসহ আশপাশের সকলের ঘের পানিতে তলিয়ে কোটি কোটি টাকার মাছ বেরিয়ে গেছে। এতে করে তিনি সহ ক্ষতিগ্রস্ত সকলেই দিশেহারা হয়ে পড়েছেন। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুস সালাম জানান, মোল্লাহাট উপজেলায় মোট ১৪ হাজার ৫শ ৫৪টি মৎস্য ঘের রয়েছে। যার অনেক গুলো ভারি বৃষ্টিপাতের কারণে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ক্ষয়ক্ষতির খতিয়ান প্রস্তুত কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
সরকারি ছুটির কারণে কার্যালয় বন্ধ থাকা ও মোবাইল রিসিভ না করায় উপজেলা নিবার্হী কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।