নীলফামারীর সৈয়দপুরে যথাযথ মর্যাদার সাথে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শহরের রেলওয়ে মাঠ থেকে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি বের হয়ে গেট বাজার, রেলওয়ে কারখানা,বাঁশবাড়ি, আমিন মোড়,হানিফ মোড়, রেলওয়ে হাসপাতাল, কলিম মোড় হয়ে শহীদ ডাঃ জিকরুল হক রোড, শেরে বাংলা সড়ক দিয়ে আবারও রেলওয়ে মাঠে এসে মিলিত হয়। দীর্ঘ ৩ কিলোমিটার শোভাযাত্রাটি প্রায় ১ ঘন্টাব্যাপী শহর প্রদক্ষিণ করে। এতে শহরের বিভিন্ন স্থান থেকে মসজিদের মুসল্লী, খানকাহ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের ব্যানারে প্রায় লাখো মানুষ অংশ নেয়। সকাল ৮ টা থেকে বিভিন্ন এলাকার লোকজন কলেমা খচিত ব্যানার, ফেস্টুন, পতাকা নিয়ে রেলওয়ে মাঠে জড়ো হতে থাকেন। সকল বয়সের মানুষের সমাগমে রেলওয়ে মাঠ জনসমুদ্রে পরিণত হয়। শোভাযাত্রা শেষে রেলওয়ে মাঠে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত নীলফামারী জেলা শাখা সভাপতি পীর গোলাম জিলানী আল কাদরী, সাধারণ সম্পাদক গোলজার আহমেদ আশরাফী, আঞ্জুমানে গাউসিয়া সৈয়দপুর শাখা সভাপতি হাজী নুর উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী তসলিম,আফতাব আলম জুবায়ের এমাদী, নাদিম আশরাফী, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর শাহিন আকতার, এরশাদ হোসেন পাপ্পু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী।