জুয়া খেলায় বাঁধা দেওয়ায় ইসমাইল মীরা (৪০) নামের এক ব্যক্তিকে হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে কতিপয় জুয়াড়িরা। এ ঘটনায় সোমবার সকালে আহতের মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন গৌরনদীর বেজগাতি গ্রামের মোতালেব মীরার ছেলে ইসমাইল জানান, রোববার দিবাগত রাত নয়টার দিকে স্থানীয় আরিফ কবিরাজের দোকানের সামনে বসে একই এলাকার কয়েকজন যুবক জুয়া খেলছিল। ওইসময় জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে তুমুল বাগবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের (জুয়াড়ি) জুয়া খেলতে নিষেধ করে এলাকা ত্যাগ করার জন্য বলায় তারা (জুয়াড়ি) ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে তাকে মারধর করে রক্তাক্ত জখম করে।
লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।