খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদণ্ডই-মিলাদুন্নবী (সাঃ) আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল আলম শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান। ইউআরসি ইন্সট্রেক্টর ইমান উদ্দীনের পরিচালনায় এ সময় আরোও উপস্থিত ছিলেন, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রজ্ঞন সাহা, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস ও পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা প্রমূখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ জালাল উদ্দীন।পরে দোয়া ও মিলাদ মাহফিল শেষে আদালত মসজিদে তাবারক বিতরণ করা হয়।