কাজ করতেন মেয়রের বাসায়। অথচ বেতন নিচ্ছেন বরিশাল সিটি করপোরেশন থেকে। আবার নামে কর্মচারী হলেও দায়িত্ব ছিল রাজনীতির মাঠে জনবলের জোগান দেওয়া। তার ওপর নেই নিয়োগের বৈধতা।
এমনকি মেয়রের স্ত্রীর ব্যক্তিগত সহকারীকেও বেতন দেওয়া হতো নগর ভবন থেকে। এছাড়াও সম্পূর্ণ বেআইনীভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি না নিয়েই নিজ ক্ষমতা বলে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে দফায় দফায় তাদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এখনও ওইসব অবৈধ চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীরা বিসিসিতে কর্মরত থাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পাশাপাশি তীব্র ক্ষোভ বিরাজ করছে নগর প্রশাসনের মধ্যে।
তবে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, যাদের চুক্তিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনধরনের নিয়মনীতি মানা হয়নি। শুধু মেয়রে কাছের লোক হওয়াই ছিল তাদের যোগ্যতা, তেমন ৪২ জন চুক্তিভিত্তিক কর্মচারীর তালিকা করেছে নগর প্রশাসন। সূত্রের দাবি, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এসব কর্মচারী যেকোন সময় চাকরি হারাতে পারেন। ইতোমধ্যে গত ১০ সেপ্টেম্বর মেয়রের দপ্তরের ১৬ জন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে বলেও সূত্রটি দাবি করেছেন।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন, চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়মনীতি রয়েছে। কিন্তু বরিশাল সিটি করপোরেশনে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগে সেই নিয়মগুলো অনুসরণ করা হয়নি। তিনি আরও বলেন, প্রথমত চুক্তিভিত্তিক নিয়োগ শূন্য পদের বিপরীতে হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চুক্তির মেয়াদ থাকতে হবে। কিন্তু বরিশাল সিটি করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কোনোটাই মানা হয়নি। বিশেষ করে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ যাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে গেছেন, তাদের কারোরই চুক্তির মেয়াদ নেই। পুরোটাই অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আবার সদ্য সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতও একইভাবে নিয়োগ দিয়ে গেছেন। তাদের মধ্যে অনেকেই মেয়রের বাসায় দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্টের পর তারা কেউ কর্মস্থলে আসেননি।
সূত্রের দাবি, গত বছরের ১৭ ডিসেম্বর টাউন প্লানার এবং আর্কিটেক্টস পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছিলো। ওই দুই পদের অনুকূলে শত শত বেকার যুবক আবেদন জমা দেওয়া সত্বেও কোনধরনের নিয়োগ পরীক্ষা ছাড়াই মেধার মূল্যায়ন না করে রহস্যজনক কারণে টাউন প্লানার পদে সৈয়দা তাবাসমুম ইসলাম এবং আর্কিটেক্ট পদে সাইফুল ইসলাম লুশানকে নিয়োগ দেওয়া হয়। তিন মাস মেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগ গত এপ্রিল মাসে পূর্ন হওয়ার পরে পুনরায় আবারও (টাউন প্লানার পদে) তিন মাসের মেয়াদ বৃদ্ধি করে জুলাই পর্যন্ত করা হয়। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার পরেও তাকে বাদ দেয়া হয়নি বরং সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা অবৈধভাবে সম্পূর্ণ রহস্যজনক কারণে নিজ ক্ষমতাবলে তার চুক্তির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করেছেন। অপরদিকে আর্কিটেক্ট পদে সাইফুল ইসলাম লুশানের মেয়াদ বৃদ্ধি করে তিনবছর করা হয়। যা নিয়ে বিসিসি’র অভ্যন্তরে দেখা দিয়েছে চরম অসন্তোষ।
নগর প্রশাসন সূত্রে জানা গেছে, অনিয়মতান্ত্রিকভাবে যারা নিয়োগ পেয়েছেন এমন ৪২ জনের একটি তালিকা করা হয়েছে। সূত্রে আরও জানা গেছে, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র থাকাকালীন তার অনুসারী ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছেন। যারা প্রতি মাসে নগর ভবন থেকে মোটা অঙ্কের টাকা মজুরি নিয়েছেন।
একইভাবে সদ্য সাবেক মেয়র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত তার অনুসারী বেশ কয়েকজনকে সিটি করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। যারা নাগরিক সেবায় কাজে না আসলেও দায়িত্ব পালন করেছেন মেয়রের বাসায়। খোকন সেরনিয়াবাতের স্ত্রী লুনা আব্দুল্লাহর ব্যক্তিগত সহকারী দোলন চাপা দে থেকে শুরু করে কাজের লোকদের বেতনও দেওয়া হতো নগর ভবন থেকে। তেমনি মোটা অংকের টাকা বেতনে টাউন প্লানার এবং আর্কিটেক্টস পদেও রহস্যজনকভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।