ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরায় কমান্ড্যান্ট হিসেবে কর্মরত মোহাম্মদ বেলায়েত হোসেন বরিশাল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন। পাশাপাশি বর্তমান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএমকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে রোববার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান। উল্লেখ্য, ওয়াহিদুল ইসলাম ২০২২ সালের ২৮ আগস্ট পুলিশ সুপার হিসেবে বরিশালে যোগদান করেছিলেন।