সরকারীভাবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদণ্ডই-মিলাদুন্নী (সা.) পালনে যথাযথ মর্যাদায় পালনে প্রজ্ঞাপন জারী করা হয়। সরকারী নির্দেশে ১৬ সেপ্টেম্বর সোমবার বগুড়ার শেরপুরের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করলেও ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে এ দিবস পালনে গড়িমসি করার অভিযোগ পাওয়া গেছে। পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে একই প্রতিষ্ঠানের ১৬জন শিক্ষকের মধ্যে ৬ জন শিক্ষককে তড়িঘড়ি করে ডেকে এনে দায়সাড়াভাবে দোয়া অনুষ্ঠানে কাজ শেষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অথচ প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী ও কতিপয় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার কথা থাকলেও এ দিবসে পালনে যথাযথ উদ্যোগে গ্রহনের কোন সিদ্ধান্ত নেয়নি প্রধান শিক্ষক। এমনটাই দাবী করেছে কতিপয় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
জানা যায়, মহানবী হযরত মুহাম্মাদ (সা.) আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন, হযরত মুহাম্মাদ (সা.) এর জীবন, কর্ম, শিক্ষা ও ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ৯ সেপ্টেম্বর নির্দেশনা দেন শিক্ষা মন্ত্রনালয়। সেই মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি অবগত করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা।
গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধানে ১৬ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টার দিকে সরেজমিনে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে গেলে, হযরত মুহাম্মাদ (সা.) জন্মদিন অনুষ্ঠান না করার সত্যতার প্রমাণ মিলে। ঘড়ির কাঁটায় যখন সোয়া ১১টা বাজে তখন বিদ্যালয়ে কোন শিক্ষক-কর্মচারী বা শিক্ষার্থীদের উপস্থিত পাওয়া যায়নি। তবে স্থানীয় ছেলেরা স্কুল মাঠে ফুটবল খেলছে এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান কে অবগত করলে তিনি ১২ টার পরে তড়িঘড়ি করে বিদ্যালয়ে গিয়ে বিজ্ঞানের শিক্ষক রিহাদ সরকার, কৃষিশিক্ষা শিক্ষক গোপাল চন্দ্র হালদার, বাংলার শিক্ষক সাইদুল ইসলাম, ব্যবসায় শাখার শিক্ষক মো. আসাদুজ্জামান ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক মো. ইবনে মাসুদ রানা কে নিয়ে শুধু মোনাজত করেই কর্মসূচি শেষ করেন।
এ বিষয়ে স্থানীয় কিছু শিক্ষার্থীর সাথে আলাপচারিতাকালে তারা বলেন, আমাদের তো পবিত্র ঈদণ্ডই-মিলাদুন্নী সম্পর্কে কিছুই বলা হয়নি। তাছাড়া আজ (১৬ সেপ্টেম্বর) আমাদের ছুটি দিয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক হয়ে একজন শিক্ষক বলেন, প্রধান শিক্ষক আমাকে বিদ্যালয়ে যাওয়ার জন্য কিছ্ইু বলেননি।
এ ব্যাপারে ভবানীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বলেন, দুর-দুরান্তের শিক্ষকরা আসতে না পারায় আমরা ৬ জন মিলে দোয়া করেছি। তাছাড়া বৃষ্টির জন্য শিক্ষার্থীরা না আসায় অন্যান্য কর্মসূচি পালন করতে পারি নাই। এরপর থেকে সব কিছু যথাযথ মর্যাদায় পালন করবো।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পবিত্র ঈদণ্ডই-মিলাদুন্নী (সা.) পালনে গড়িমসি করার কোন সুযোগ নেই। আমরা ১১ সেপ্টেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান চিঠির মাধ্যমে অবগত করেছি। যদি কেউ পবিত্র ঈদণ্ডই-মিলাদুন্নী (সা.) পালনে গড়িমসি করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যভস্থা গ্রহন করা হবে।