বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল,সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদরা বুকের রক্ত দিয়ে আমাদের ্ঋণী করে গেছেন,শোষনমুক্ত সমাজ ,ন্যায়ভিত্তিক দেশ গঠনের মাধ্যমে আমাদের এ ঋণ পরিশোধ করতে হবে। তিনি আন্দোলনে আহতদের সুচিকিৎসা সহ শহীদ পরিবারকে মাসিক ভাতা প্রদানের দাবী জানান।তিনি বলেন ,ফ্যাসিবাদ সরকারের সুবিধাবাদীরা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে।এছাড়া ফ্যাসিবাদের দোসর বিদেশী প্রভুরা ঘুটি চালিয়ে দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।এব্যাপারে সকলকে সজাগ থাকার পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত সকলের মধ্যে ঐক্য অটুট রাখার আহ্বান জানান।
সোমবার সকাল ১০ টায় জেলা সদরে আনন্দ কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান এবং ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তবে এসব সকথা বলেন। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমীর মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ সাইফুল আলম খান মিলন ,নারায়নগঞ্জ মহানগরির আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল মান্নান, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন শহীদ শরীফ চৌধুরী মানিকের পিতা আনিসুর রহমান চেওধুরী, শহীদ মোঃ সজলের বড় ভাই মোঃ সেলিম।
প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন ,বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশব্যাপী শহীদ ও আহত পরিবারের পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশকে স্বৈরাচার, দুর্নীতি মুক্ত করতে পারলে শহীদদের আত্মা মুক্তি পাবে। প্রধান অতিথির তার বক্তবে নূন্যতম সময়ে সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশকে অস্থিতিশীল করতে বাহির থেকে গুটি চালছে, আমাদের সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা কর্ম পরিষদের সদস্য আরশাদ আলী ঢালী, সদর উপজেলার আমীর নুরুল আমীন শিকদার, টঙগীবাড়ী উপজেলার আমীর মাওলানা আবদুর বারি।অনুষ্ঠানে জেলায় শহীদ ৭ জন পরিবারের সদস্যদের নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।