নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন গণঅভ্যুত্থানে কলমাকান্দার শহীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কলমাকান্দার মোঃ আহাদুল, মোঃ সোহাগ মিয়া, আব্দুল্লাহ আল মামুন ও মেহেদী হাসানসহ ৪ শহীদের স্মরণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল।
এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল পাঠান, এম মতিন, ওবায়দুল হক, সাইদুর রহমান ভুইয়া, টুটন ও যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক ও মহিলা দলসহ উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।