গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদ শওকত হোসেন দিদারকে হত্যা সভাপতি জিলানীকে হত্যার চেষ্টার প্রতিবাদে সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদল। রোববার বিকেলে সেনবাগ উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ মেষে থানা মোড়ে এসে প্রতিবাদ সভা করে। এ সময় বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক সামছুল হক সামু ,যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শিমুল, সদস্য সচিব ইমরান হোসেন, কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি মোঃ ইসমাইল হোসেন প্রমুখি।