সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, পদোন্নতি এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসব কথা জানান।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতি এবং সুযোগ- সুবিধা বঞ্চিত প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা সুযোগ-সুবিধা চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। ৩ মাসের মধ্যে এ ব্যাপারে সুপারিশ দেবে কমিটি। কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, বঞ্চিত এসব কর্মকর্তা সম্পর্কে গোয়েন্দা তথ্য ইতিবাচক হলে তাদেরকে আবার চাকরিতে সুযোগ দেয়া হতে পারে। এ ছাড়া আর্থিক সব সুযোগ- সুবিধাও দেয়া হতে পারে।