রাজশাহী বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নে পাল্টাপাল্টি অভিযোগ বিল দখলকারী আ'লীগ নেতা ও স্থানীয়দের মধ্যে বাড়ছে উত্তেজনা। গত শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগর সদস্য ভুমিদস্যু ও বিল দখলকারী জাবর বাহিনীর প্রধান জাবের আলীর বিচারের দাবীতে যতীনগঞ্জবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর আগে জাবেরবাহিনী এলাকায় ভুমি ও একর পর এক বিল দখল কর এলাকায় মূর্তিমান আতঙ্ক সষ্টি করে আসছিল। তার হাতুড়ী বাহিনীর ভয়ে অনেকে এলাকা এলাকা ছাড়া ও পুঙ্গত্ব জীবন-যাপন করছেন। তার বিরুদ্ধে এখনও কেউ কথা বলার সাহস পায় না। তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাগমারার সাবেক এমপি ইঞ্জি এনামুল হকের পক্ষাবলম্বন করে এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেছেন। পরে আাবার অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি নির্বাচিত হলে জাবের এবারও ভোল্ট পাল্টিয়ে কালাম এমপি’র পক্ষ নিয়ে পূর্বের দখলদার রাজত্ব টিকিয় রাখেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে আন্ডারগ্রাউন্ড থেকে রাজত্ব চালাচ্ছে জাবের আলী।
ইউনিয়ন এলাকার শতশত ভুক্তভোগি ও নির্যাতিত লোকজন জাবের আলী ও তার হাতুড়ী বাহিনীর বিচারর দাবীত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন, মাস্টার আনিসুর রহমান, আইয়ুব আলী, আতাউর রহমান, আফসার আলী, সিরাজউদ্দিন, আমিনুল হক, আফতাব উদ্দিন প্রমুখ মানববন্ধনে বক্তারা জাবের আলীর বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন। বিশেষ করে জাবের আলী তার বাহিনী দিয়ে ভূমি দখল, জনগণকে মারপিট ও নারী নির্যাতন, জলাশয় দখল, চাঁদাবাজি সহ বিভিন কাজ করে থাকেন। দ্রুত এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতা জাবর আলীক আইনর আওতায় আনতে মানববন্ধন থেকে দাবি করা হয়।
এদিকে জাবের আলী ওই মানব্ন্ধনকে উদ্দেশ্য মূলক দাবি করে রোববার নিজ গ্রাম মন্দিয়ালে সংবাদ সম্মেলন করেছে। তার দাবি তাকে মিথ্যা মামলা ও অপবাদ দিয়ে হেয় করা হচ্ছে।