যশোরের মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রেসক্লাবের নির্বাচনে ভোট গ্রহণ চলবে বলে নিশ্চিত করেছেন গঠিত নির্বাচন কমিশন।
এ নির্বাচনে রোববার পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের শেষদিন ছিল। ১৭ পদের বিপরীতে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহের পর কমিশনের নিকট জমা দিয়েছেন।
প্রেসক্লারের এ নির্বাচনে সভাপতি পদে-২, সহ-সভাপতি-৩, সম্পাদক পদে-২, যুগ্ম সম্পাদক পদে-৪, সাংগঠনিক পদে-১, অর্থ সম্পাদক পদে-১, দপ্তর সম্পাদক পদে-২, তথ্য প্রযুক্তি ও গবেষণা পদে-২, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে-২, প্রচার সম্পাদক পদে-২ জন এবং নির্বাহী সদস্য পদে ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
এ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাব নির্বাচনে গঠিত কমিশনার এ্যাড. মকবুল ইসলাম, মো: আসাদুজ্জামান মিন্টু ও সহযোগী অধ্যাপক ফজলুর রহমান।