মহা কবি মাইকেল মধুসূদন দত্তের আজন্ম স্মৃতি বিজড়িত সেই কাঠবাদাম গাছটি রোববার বিকেলে নিম্নচাপের প্রভাবে উপড়ে পড়েছে।
ঐতিহাসিক এ গাছটি ঘিরে রয়েছে সনেট প্রবর্তক মধুকবির সাহিত্য চর্চা।
কতোতাক্খ নদ তীরের এ কাঠবাদাম গাছটির ছায়ায় বসে তিনি লিখেছেন তার সাহিত্য কর্ম।
আজ আবহাওয়ার বিরুপ প্রভাবে সে ইতিহাস ঐতিহ্য হারালাম আমরা।