কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বন্যা দুর্গত এলাকায় বন্যা পরবর্তি সময়ে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরা মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। জয়তুনের নেছা মেমোরিয়াল ট্রাষ্ট এর আয়োজনে রোববার উপজেলার মন্নারা আলহাজ্ব ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে দিন ব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন স্থানীয় সমাজ সেবক জয়নাল আবেদীন ভূঁইয়া, এম.এ হানিফ ভূঁইয়া ও ডাঃ মুহাম্মদ ইউসুফ ভূঁইয়া। ক্যাম্পইন পরিচালনা করেন মাওলানা আবদুল হামিদ মজুমদার। সকাল থেকে উপজেলার বন্যায় কবলিত মন্নারা, শুভপুর, কিনারা, দুপাঁচ্চর, মঘুয়া, বাগরা, পৌশাই, কদমতলীসহ আশেপাশের বিভিন্ন গ্রামের প্রায় ৭’শ রোগী সেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের মাঝে প্রায় ১লক্ষ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে কর্তব্যরত চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন, নাঙ্গলকোট নোভা মেডিকেল হসপিটালের মেডিসিন, চর্ম, যৌন, এলার্জি এবং মা ও শিশু রোগের চিকিৎসক ডাঃ মেহেদী হাসান তারেক। গাইনী, প্রসূতি, স্ত্রী রোগের চিকিৎসক ডাঃ অর্পিতা দাস। জেনারেল পিজিসিয়ান ডাঃ আবদুল হান্নান মজুমদার। বিনামূল্যে ওষুধ বিতরণ করেন মাওলানা সানাউল্লাহ আমিনী।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্নারা আলহাজ্ব ছালামত উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট নোভা হসপিটাল চেয়ারম্যান প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, মন্নারা আলহাজ্ব ছালামত উল্লাহ উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক জাফর আহম্মেদ ভূঁইয়া, একরামুল হক মিয়াজী, কামরুজ্জামান খন্দকার কামাল প্রমুখ।