চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে গড়িমসি করছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত নোটের কারণে এ জটিলতার সৃষ্টি হয়েছে। কোন প্রকার নিয়োগ প্রক্রিয়া ছাড়া নিয়োগ পাওয়া এসব কর্মকর্তাদের নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বিসিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে।
বিসিসি সূত্রে জানা গেছে, সাবেক মেয়রদের সময়ে নিয়োগ পাওয়া অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে যেখানে হিমশিম খাচ্ছিলো সিটি করপোরেশন। তার ওপর গত বছরের ১৭ ডিসেম্বর টাউন প্লানার এবং আর্কিটেক্টস পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় (স্মারক নং- বিসিসি/ প্রঃ চুঃ নিঃ নথি-১৭/২৩-৭৮)। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই দুই পদের অনুকূলে ৫শ’ টাকার ব্যাংক ড্রাফট প্রদান পূর্বক আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির পর শত শত বেকার যুবকদের আবেদন জমা পরে। কিন্তু কোন নিয়োগ পরীক্ষা ছাড়াই মেধার মূল্যায়ন না করে বির্তকিতভাবে টাউন প্লানার পদে সৈয়দা তাবাসমুম ইসলাম এবং আর্কিটেক্ট পদে সাইফুল ইসলাম লুশানকে নিয়োগ দেওয়া হয়। তিন মাস মেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগ গত এপ্রিল মাসে পূর্ন হওয়ার পরে রহস্যজনক কারণে পুনরায় আবারও (টাউন প্লানার পদে) ৩ মাসের মেয়াদ বৃদ্ধি করে জুলাই পর্যন্ত করা হয়। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার পরেও তাকে বাদ দেয়া হয়নি বরং বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা অবৈধভাবে সম্পূর্ণ রহস্যজনক কারণে নিজ ক্ষমতাবলে তার চুক্তির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করেছেন। অপরদিকে আর্কিটেক্ট পদে সাইফুল ইসলাম লুশানের মেয়াদ বৃদ্ধি করে তিনবছর করা হয়। যা নিয়ে বিসিসি’র অভ্যন্তরে দেখা দিয়েছে চরম অসন্তোষ।
বিসিসি’র নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ৪৪ জনের নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। যারমধ্যে টাউন প্লানার এবং আর্কিটেক্ট পদের ওই দুইজন ছাড়াও রয়েছে সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সময়কার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাবেক মেয়রের সহধর্মীনি লুনা আব্দুল্লাহর ব্যাক্তিগত সহকারি দোলন চাপা দে, মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মোঃ সাগর হোসেন উল্লেখযোগ্য।
সূত্রে আরও জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রকৌশলীদের চাঁপের কারণে অবৈধ চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল প্রক্রিয়া এখন হুমকির মুখে পরেছে। ফলে এখনো আওয়ামী লীগ ঘরোয়ানা কর্মকর্তাদের কারণে বিসিসিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে বলেও সূত্রটি দাবি করেছেন। এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের সচিব মাসুমা আক্তার বলেন, চুক্তিভিত্তিক নিয়োগের তালিকা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।