বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোববার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিলো। তবে সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে, সোমবার থেকে আগের নিয়মে ক্লাস ও পরীক্ষা শুরু হবে। তবে বরিশাল বিভাগের সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজগুলো চালু রাখা হয়েছে। বৈরী আবহাওয়ায় ক্লাসে উপস্থিতির সংখ্যা অত্যন্ত কম হলেও পাঠদান স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের সাথে আলাপ করে এ তথ্য জানা গেছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুল কুদ্দুস জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশাল নদী বন্দরকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিনি আরও বলেন, লঘুচাপের প্রভাবে প্রবল বর্ষণ হয়েছে। তবে তা সোমবারের মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে বৈরী আবহাওয়ায় কারণে বরিশালে মুষলধারের বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একইসাথে নিন্মাঞ্চলের বাসা বাড়িতে পানি ঢুকেছে। তবে নদণ্ডনদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম না করায় বৃষ্টি কমার সাথে সাথে দ্রুত জলাবদ্ধতা নিরসনের কথা জানিয়েছেন প্রকৌশল বিভাগ। বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকেল থেকে বরিশালের অভ্যন্তরীণ ১০টি রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিলো। পরবর্তীতে রোববার সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।