খাদ্যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে ঠিক বিগত সরকারের আমলের মতই এখনো দিশেহারা জনগণ। বিগত সরকারের পতনে মানুষের মনে স্বস্তি মিললেও স্বস্তি মিলেনি বাজারের পণ্যদ্রব্যে। সরকার পতনকে কেন্দ্র করে সকল স্তরের মানুষের একটাই চাওয়া উল্লেখ্য ছিল, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন এই দাবিটা পূরণ করে এটাই এখন সবার প্রত্যাশা। উদ্বেগের বিষয় হলো দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও বাজারে এর প্রভাব এখনো পড়েনি। বরং বাজারে সৃষ্টি হয়েছে অস্থিরতা, এতে মানুষের মনে আবারো বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে নিত্যপ্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি শুল্ক কমিয়েছে। সেই সঙ্গে চাষাবাদের জন্য প্রয়োজনীয় কীটনাশক আমদানিতেও শুল্ক কমিয়েছে। কিন্তু এখনো শুল্ক কমানোর সুফল পায়নি জনসাধারণ। আগের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য দুটি। বর্তমানে ভারতের পাশাপাশি পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করছেন আমদানিকারকরা। বাজারে পেঁয়াজের সরবরাহেও কোনো ঘাটতি নেই। তারপরও বাজারে এখনো আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। রাজধানীর খুচরা বাজারগুলোতে দেশি পেঁয়াজ কেজি মানভেদে ১১০ থেকে ১২০ টাকা এবং আলুর কেজি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পত্রপত্রিকার খবরাখবর থেকে জানা যায়, যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কায়নসহ সাড়ে ৭ টাকা দরে গত সোমবার ২ লাখ ৩১ হাজার মুরগির ডিম আমদানি করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বন্দর দিয়ে আরো ৪৭ লাখ ডিম আমদানি করা হওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু অস্বস্তির কারণ হলো কম দামে ভারত থেকে ডিম আমদানি শুরু হলেও বাজারে এর প্রভাব দেখা যায়নি। খুচরা পর্যায়ে এখনো প্রতি ডজন ডিম ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও রাজধানীতে সবজির বাজারেও বেশ কয়েকটি সবজি এখনো বিক্রি হচ্ছে ছড়া দামে। এভাবে চলতে থাকলে মানুষ আবারো আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবে। তবে তা আমরা চাই না, আমরা চাই বর্তমান সরকার মানুষের আস্থার প্রতীক হোক। তাই এখনই সরকারকে বাজার নিয়ন্ত্রণে উদ্যোগী হতে হবে। এ ক্ষেত্রে সিন্ডিকেট চক্র, চাঁদাবাজি, দুর্নীতি দমনে প্রতিরোধ গড়ে তোলা এবং খাদ্যে দ্রব্য চাহিদা অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ করতে পারলেই জনমনে স্বস্তি ফিরিয়ে আসবে বলে সকলে প্রত্যাশা করছে।