দিনাজপুরের কাহারোল উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বিকাল ৩ টায় কৃষি ভবন চত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপণ্ড২ মৌসুমে মাসকালাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ,মসলা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদণা কমসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মল্লিকা রানী সেহানবীশ, কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, মোঃ জাকির হোসেনসহ উপণ্ডসহকারি কৃষি কর্মকর্তাগণ। ৪০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাসকালাই, ১০ কেজি ডি,এ,পি সার ও ৫ কেজি এম,ও,পি সার বিতরণ করা হয়।