ডবঙ্গোপ সাগরে গভীর নিম্ন চাপের প্রভাবে পিরোজপুরে গত ৩ দিন ধরে অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষণে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
গত শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয় এ জেলায়। তিনদিন ধরে কখনো মুষলধারে কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে শহরের বেশ কয়েকটি সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শহরে সীমিত আকারে যানবাহন চলাচল করলেও মানুষের উপস্থিতি কম। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
অঝোর ধারায় বৃষ্টির ফলে জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, খেতাচিরা, বড় মাছুয়া ও ছোট মাছুয়া, ভান্ডারিয়া উপজেলার চরখালী ও তেলিখালী এবং জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলার সাঈদখালীর চর, কালাইয়াসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে দেড় থেকে দুই ফুট পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার রোপা আমনে ক্ষতির আশঙ্কা করছে কৃষক।
পিরোজপুর হাসপাতাল রোডের ওষুধ ব্যবসায়ী দিপঙ্কর মাতা বলেন, বৃষ্টিতে শহরের রাস্তাঘাট অলিগলি তলিয়ে গেছে। এতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।
জেলা কৃষি সম্প্রসারন এর উপপরিচালক ড. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ৩৬ ঘন্টায় অন্তত: ৯৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে আমন ক্ষেত তলিয়ে গেছে। ভাটায় পানি নেমে গেলে রোপা আমনের ক্ষতির সম্ভাবনা কম থাকবে। তবে আরো বৃষ্টি ও পানি স্থায়ী হলে আমনের ক্ষতি হবে।