রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ডিলারেরা গা ঢাকা দেয়ায় ভোলার লালমোহন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে জটিলতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে এ চাল বিতরণের কথা ছিল।
খোজঁ নিয়ে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের জন্যে ২৬ জন ডিলার রয়েছে। এসব ডিলারেরা গত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় বিবেচনায় নিয়োগ পেয়েছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথ্যানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর পরই গা ঢাকা দেয় লালমোহন উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলাররা। যার কারণে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ ব্যবস্থা বন্ধ রয়েছে।
এব্যাপারে জানার জন্য কয়েকজন ডিলারের মোবাইল ফোনে চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি, তবে লালমোহন উপজেলা খাদ্য কর্মকর্তা অবনি মোহন দাস জানান, উপজেলার ৯টি ইউনিয়নে ২৬ জন ডিলারের অধীনে ১১ হাজার ৪ শত ৭ জন ভোক্তা রয়েছে। ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল পেত এসব মানুষ। চলতি সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে সরকারী খাতে টাকা জমা দিয়ে খাদ্যগুদাম থেকে তাদের চাল সরবরাহ নেয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে রাজনীতি সংশ্লিষ্ট এসব ডিলাররা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। যার কারণে এই উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ বন্ধ রয়েছে।
তিনি আরো জানান, আর কয়েকদিন অপেক্ষার পরও যদি এসব ডিলাররা চাল বিতরণের ব্যবস্থা না করলে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নতুন ডিলার নিয়োগের ব্যবস্থা করা হবে।