কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের কনকইজ মিয়াজী বাড়ির আবদুর রহমানের পুত্র বাবুল মিয়াজী বাড়িতে শনিবার রাতে একদল অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী তার বাড়ী ঘরের টিনের চালা ও বেড়া ইট পাটকেল নিক্ষেপ করার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কনকইজ গ্রামের বাবুল মিয়াজীর বাড়িঘরে টিনের বেড়া ও চালায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে। ওই সময় দুষ্কৃতিকারীরা তাকে গালমন্দ করে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে বাবুল মিয়াজী রোববার থানা লিখিত অভিযোগ দাখিল করে।