কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার(১৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামে।
এলাকাবাসীরা জানান, ওই গ্রামের মজিবর রহমানের ৬বছরের শিশু কন্যা মারুফা রোববার(১৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘরের ভিতর বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির লোকজন ও এলাকাবাসীরা মারুফাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। মারুফার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান পিপিএম নিশ্চিত করেছেন।