ঝিনাইদহের কালীগঞ্জে টানা তিনদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে নিম্ন আয়ের মানুষ গুলো।কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় দিনরাত একাধারে মুসলধারে বৃষ্টি হয়েছে।ফলে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের লোকজন ঠিকমতো বাইরে বের হতে পারছেন না। হাট-বাজার রাস্তা-ঘাট বৃষ্টির পানিতে থই থই। ছোট থেকে বড় সব ধরনের যানবাহন ধীরগতিতে চলাচল করছে ঢাকা খুলনা মহাসড়কে ও কালীগঞ্জ চুয়াডাঙ্গা সড়কে। রিকশা-ভ্যান, অটোবাইক চালকরা হাত গুটিয়ে নিজ গাড়িতে বসে সময় পার করছেন। বাজারে দোকান পাট খুলতে পারছে না সকল প্রকার ব্যবসায়িরা। আবার দোকান খুললেও ক্রেতা নেই এসব দোকানে।
রোববার দুপুর ১ টার দিকে ইজিবাইক চালক নুরুল ইসলাম বলেন, তিন দিন যাবৎ একধারে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে গাড়ি নিয়ে কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি। কোন যাত্রী পাঁচ্ছি না,বৃষ্টির কারণে মানুষ ঘরের বাহির হচ্ছে না। ভাড়া মারতে না পারলে চলবো কি করে।বাজারে বসে থাকা কয়েকজন রাজমিস্ত্রি শ্রমিক জানান, বৃষ্টির জন্য কাজ পাঁচ্ছেন না।বৃষ্টির কারণে তাদের অবস্থা অনেক টা খারাপ।ঘুরে দেখা গেছে, বৈরী আবহাওয়ার কারণেই স্থবিরতা বিরাজ করছে জনজীবনে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন খেটে খাওয়া মানুষ। রাস্তা ঘাটে মানুষে আনাগোনা কম থাকায় তারাও পড়েছেন চরম বিপাকে। এ ছাড়া টানা বৃষ্টিতে কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে।সকালে অফিসগামী মানুষও এই বৃষ্টির বিড়ম্বনার শিকার হয়েছেন ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত হয়নি।বৃষ্টিতে রিকশা চালকসহ নিম্ন আয়ের মানুষরাও চরম ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির কারণে রিকশা ও সিএনজি ভাড়াও বেশি দিতে হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। সবজি ও মাছ বাজারে তেমন টা দোকান খুলা ছিল না।
পৌরসভার সড়ক গুলোতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কালীগঞ্জ পৌরসভার ১১টি ওয়ার্ডের সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে চলাচল করতে মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড থেকে মুরগীহাটা পর্যন্ত ৪৫০ মিটার দীর্ঘ সড়ক মেরামতের জন্য তিন বছর আগে ৭৬ লাখ টাকা বরাদ্দ করে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্কার কাজে অনিয়ম করায় সড়কটি এখন বেহাল দশায় পরিনত হয়েছে, কালীবাড়ির সামনে প্রায় ১ ফুট পানি, ইসলামি ব্যাংকের সামনে,রুপালি ব্যাংক, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, আড়পাড়া,নিমতলা-গান্না সড়ক, গোহাটা সড়ক,কালীগঞ্জ শহরে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে সাধারন মানুষ ও ব্যবসায়িরা পানিবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়া অনেক পরিবারে দুর্ভোগের যেন শেষ নেই।পানি বেধে জলাবদ্ধতায় জনদুর্ভোগের সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যবসায়ীদের আর্থিক ক্ষয়-ক্ষতি। ভারী বর্ষনে পানিতে ডুবে গেছে শহরের রাস্তা-ঘাট,অলি-গলি, ব্যবসা প্রতিষ্ঠান,ঘর-বাড়িসহ নানা স্থাপনা।
পৌরসভার কলেজপাড়া এলাকায় টানা ৩ দিনের বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে এলাকাবাসির, নিচু এলাকার বাড়ি গুলোতে ঢুকছে পানি এতে রান্নাসহ যাবতীয় কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে কলেজ পাড়াবাসির।পানিতে তলিয়ে গেছে এলাকার সড়ক, অলি-গলি।ভারী বর্ষণে পৌরসভার ২ নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকা তলিয়ে যায় পানিতে। এসব এলাকার কোথাও কোথাও সড়ক হাঁটু পানি জমে রয়েছে।টানা বৃষ্টির কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা বেধে থাকা পানির কারণে তারা স্কুল যেতে পারেনি। রিকশা-ভ্যান, ইজিবাইক দুই থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া বেশি গুনতে হয় অফিসগামী যাত্রীদের। অনেকে আবার কাকভেজা হয়ে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছান। পৌরসভার ২ নং ওয়ার্ডে দীর্ঘদিন এভাবে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকার এ দূর্ভোগ পোহাতে হয় তাদের। এলাকাটিতে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে তলিয়ে যায়। এলাকাটিতে প্রায় ৪ হাজার লোকের বসবাস করে।এলাকাটি খুবই ঘনবসতি হওয়ায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না পানি বদ্ধতার কারনে। অনেকের বাসা বাড়ির মধ্যে পানি আর পানি।এ পানি নামবার জন্য একটি ড্রেন রয়েছে জরাজির্ন অবস্থায়। সে ড্রেন দিয়ে পানি নিস্কাসন হয় না। ড্রেনটি র্দীর্ঘ দিনের পুরাতন ও মাটি ও ময়লা পড়ে ভরাট হয়ে গেছে।
প্রতি বছর এলাকায় জলবদ্ধতা হয়,অথচ এর প্রতিকারের কোনো ব্যবস্থা নেয়া হয় না। আবাসিক এলাকায় কোথাও কোথাও প্রায় হাঁটু সমান পানি জমে রয়েছে। পায়ের জুতা ভিজিয়ে পথ চলতে হয়েছে অনেক পথচারীকে।জলাবদ্ধতার কারণে অনেক পুরাতন ড্রেনের ময়লা-আবর্জনা সব রাস্তায় উঠে এসেছে।এতে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এসব কারণে পথ দিয়ে অনেকের হাঁটাও সম্ভব হয় না।বিশেষ করে নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা ভোট পাওয়ার আশায় কলেজপাড়ার সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে একাধিকবার। কিন্তু নির্বাচনে বিজয় হওয়ার পরে তাদের প্রতিশ্রুতির কথা মনে রাখেনি।