কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এক সাহসি দলনেতার নাম জুবায়ের আহমেদ। সে বাজিতপুর পৌর শহরের ৪নং ওয়ার্ড আনসার ভিডিপি দলনেতা হিসাবে কর্মরত আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন গণআন্দোলনে রূপ নেয় তখন দলনেতা জুবায়ের আহমেদ এর নেতৃত্বে একদল আনসার ভিডিপি সদস্য জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সহিত অংশগ্রহণ করেন। ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করতে তারা বাজিতপুর উপজেলার বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে অংশগ্রহণ করে। গত ৫ আগস্ট যখন আন্দোলনের তীব্রতায় রূপ নেয় তখনও তারা পিছু হটেনি। এ সময় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে অগ্নী সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালালে একজন মৃত্যুবরণ করে। পরে এই ঘটনায় আহত হয় দলনেতা জুবায়ের আহমেদ সহ অনেকে। এর মধ্যে মারাত্মক ভাবে গুলিবিদ্ধ হয় ভিডিপি সদস্য গেদু মিয়া (৩০)। দুটি গুলি তার বুক পাজরে ডুকে যায়। মুমূর্ষ্য অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্র-জনতার অভ্যূথান যখন সফল হয় তখন সারা দেশের ন্যায় বাজিতপুর পৌর শহরেও বিজয় মিছিলে আনসার ভিডিপি সদস্যরা উল্লাসে অগ্রণী ভূমিকা নেয়। ছাত্র-জনতার গণঅভ্যূথান পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, রক্ত দান, বন্যার ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ত্রান সংগ্রহ, রেল নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। দলনেতা জুবায়ের আহমেদ বলেন, দূর্নীতি মুক্ত একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আমরা এগুচ্ছি।