কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী সহ আশে পাশের উপজেলা গুলোতে মাত্রাতিক্ত ভাবে বিদ্যুৎ লোড শেডিং চলছে। যদি ও অতিরিক্ত গরমে কিশোরগঞ্জের লাখ লাখ মানুষ অতিষ্ট। তথাপি গরম থাকা সত্বেও বিদ্যুতের দুটি বিভাগ লোড শেডিং দিনে রাতে দিয়ে যাচ্ছে। বিশেষ করে আর ইবি দিন রাত মিলে ৬-৭ ঘন্টা বিদ্যুৎ থাকে। কিন্তু পিডিবির দিন রাত মিলে ৮-১০ ঘন্টা বিদ্যুৎ দিয়ে যাচ্ছে। সন্ধা থেকে বিদ্যুৎ যায় এক ঘন্টা পর পর এ লোড শেডিং এর কারণে ছাত্রদের লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। অন্য দিকে হাসপাতালগুলোতে রোগিরা মারাত্মক ভাবে আরো রোগাক্রান্ত হচ্ছে। আর শিশু ও বয়স বৃদ্ধরা বিভিন্ন হার্ডের সমস্যা পড়ছে বলে জানা গেছে।