কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মজলু এ- ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ মজলু মিয়া টিসিবির ১৪২১ টি কার্ডের মাল ন্যায্য মূল্যে অসহায় ও গরীবদের মাঝে বিতরণ করা হয়। টিসিবি কার্ডে ৫ কেজি চাল, ২কেজি তৈল ও ২ কেজি ডাল ৪৭০ টাকার মধ্যে পণ্যগুলো বিক্রয় করেন। জানা যায়, উছমানপুর ইউনিয়ন সহ কুলিয়ারচরে সবগুলো ইউনিয়নে টিসিবির পন্য বিতরণ করা হচ্ছে।