কুমিল্লা ব্রাহ্মনপাড়ায় সন্ত্রাসীদের হামলায় ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর এলাকার মৃত আবদুল বারেকের পুত্র মো: আবুল কাশেম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ আরো ৮/১০ জকে অজ্ঞাতনামা আসামি করে গতকাল ব্রাহ্মনপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা হলো- উপজেলার দুলালপুর (ফিরোজ আক্তারের বাড়ীর) মো: মোবারক হোসেন এর পুত্র মো: সজিব (২৫), মো: দুলাল মিয়া পুত্র মো: তাওহিদ (২৫) ও মো: মোজাহিদ (২২), মৃত তোফাজ্জল হোসেনের পুত্র মো: রুবেল (৪৫) ও মো: রাসেল (৩২), মো: কাজল মিয়ার পুত্র মো: বাছি, মৃত আলী আহাম্মদের পুত্র মো: কাজল, রমিজ উদ্দিনের পুত্র মো: মোতালেব, মো: আবদুল হালিমের পুত্র মো: আরিফ, ফরিদ উদ্দিনের পুত্র মো: ওসমান, মৃত কানু মিয়ার পুত্র মোবারক হোসেন, মৃত আবুল হাসেমের পুত্র হুমায়ুন কবির, মৃত আলী আহম্মদের পুত্র মো: হেলাল, মৃত ছাফর আলীর পুত্র মো: আলিম, মৃত আছমত আলীর পুত্র মো: ফরিদ উদ্দিন,, মোতালেবের পুত্র মো: শান্ত, মৃত জয়দল হোসেনের পুত্র মো: ইকবাল।
মামলা ও ভূক্তভোগীদের থেকে জানা যায়- বাদী মো: আবুল কাশেমের পুত্র শফিউল বাশার শিপন ও আলমগীর হোসেন। মামলার অভিযুক্তরা একই গ্রামের লোক বটে। তারা খারাপ উশৃঙ্খল প্রকৃতির লোক। পূর্ব হতে অভিযুক্তদের সহিত বিভিন্ন বিষয় নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। ওই বিরোধের জের ধরে সকল আসামীলা বাদী পক্ষের লোকদেরকে প্রতিনিয়ত হুমকি ধমকি প্রদর্শন করে। তারই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৫টায় ঘটিকার সময় ব্রাহ্মণপাড়া থানাধীন ৫নং দুলালপুর ইউপিস্থ দুলালপুর সাকিনে দুলালপুর পশ্চিম বাজারে ৪নং বিবাদী মোঃ দুলাল মিয়ার মিষ্টি দোকানের সামনে রাস্তার উপর শফিউল বাশার শিপনকে দেখে মোঃ দুলাল মিয়ার নেতৃত্বে অভিযোগে বর্ণিত বিবাদীগণসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন বিবাদীগণ বে-আইনী জনতাবদ্ধে হাতে ধারালো দা, লোহার রড ও লাঠি-সোটা নিয়া পূর্ব শত্রুতার জের ধরে শিপনের পথরোধ করে অতর্কিত হামলা করে। ঐসময় ১নং মোঃ সজিব তার হাতে থাকা ধারালো দা দিয়া শিপনকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। ওই কোপ শিপনের মাথার ডান পাশে পড়ে গুরুতর কাঁটা রক্তাক্ত জখম হয়। শিপন মাটিতে লুটে পড়িলে মোঃ তাওহিদ তার দু'হাত দ্বারা গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আসামি মোঃ মোজাহিদ তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়া শিপন এর মাথার বাম পাশে স্ব-জোড়ে আঘাত করে থেতলানো জখম করে। আসামি মোঃ দুলাল মিয়া তার মিষ্টি দোকানের কড়াই এর মধ্যে থাকা গরম তেল এনে আবদুল হান্নান ও নজরুল ইসলামের মুখে ও বুকে মধ্যে ঢেলে দেয়। যার ফলে আবদুল হান্নান ও নজরু ইসলামের বুক ঝলসে যায়। আসামি মো: রুবেল তার হাতে থাকা ধারালো দা দিয়ে তারা মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে তার পিঠের মধ্যে পড়ে কাটা রক্তাক্ত জখম হয়। আসামি মো: রাসেল তার হাতে থাকা লোহার রড দিয়ে আবদুল হান্নাকে এলোপাতারী জখম করে এবং ভিকটিমের প্যান্টের পকেটে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আসামি বাছির দারালো দা দিয়ে আলমগীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে ওই কোপ তার মাথার লাগলে রক্তাক্ত জখম করে। ৮ ও ৯নং বিবাদী তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়া ভিকটিম সাইফুল ইসলাম ও নজরুল ইসলামকে এলোপাথারী পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও রক্তমাখা জখম করে। ১০নং বিবাদী মোঃ আরিফ তার হাতে থাকা গাছের ডাল দিয়া ভিকটিম আবদুল মান্নানকে এলোপাথারী পিটিয়ে ভিকটিমের বুকে ও পিঠে নীলাফুলা জখম করে। ১১নং বিবাদী মোঃ ওসমান তাহার হাতে থাকা ধারালো দা দিয়া ভিকটিম মোঃ আবুল কাশেম এর ডান পায়ের মধ্যে স্ব-জোড়ে কোপ মারিয়া কাঁটা রক্তাক্ত জখম করে। ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬নং বিবাদীগণ আমার ছেলে ভিকটিম আলমগীর হোসেনকে এলোপাথারী কিল, ঘুষি মারিয়া আহত করে। ১৭ ও ১৮নং বিবাদীসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন বিবাদীগণ তাহাদের হাতে থাকা লাঠি-সোটা দিয়া ভিকটিম আবদুল হান্নানকে এলোপাথারী পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে থেতলানো জখম করে। ভিকটিমদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ও সাক্ষীগণ ঘটনাস্থলে এগিয়ে আসলে সকল বিবাদীগণ প্রকাশ্যে হুমকি দিয়ে বলে ওই ঘটনার বিষয় নিয়া মামলা মোকদ্দমা করিলে ভিকটিমদেরকে সময় সুযোগ মতো রাস্তা-ঘাটে একা পেলে প্রানে মেরে ফেলবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ সময় ওই অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় ৭ জন গুরুত্ব আহত হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। আহত আবদুল হান্নান ও নজরুল ইসলাম বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ব্রাহ্মনপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী আবুল কাশেম জানান- এলাকার সন্ত্রাসীদের কারণে কেহ মুখ খুলতে সাহস পায় না। অভিযোগ দায়ের করার পরও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা আসামীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
ব্রাহ্মনপাড়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।